সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন




আবারও জিতের বিপরীতে মিম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৪:২৭ pm
Bidya Sinha Saha Mim actress model বিদ্যা সিনহা সাহা মিম মডেল অভিনেত্রী
file pic

‘পরাণ’ ও ‘দামাল’ ছবিতে সাফল্যের পর এবার নতুন খবর এলো বিদ্যা সিনহা মিমের। দ্বিতীয়বারের মতো কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। আর এটি পরিচালনা করছেন সঞ্জয় সমদ্দার। এই পরিচালকের ‘মানুষ’-এ জিতের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের মিম।

কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিদ্যা সিনহা মিম। তার এই যাত্রা বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ছবির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য। প্রথম ধাপে কলকাতার বিভিন্ন লোকেশনে আট দিন হবে ছবিটির শুটিং হবে বলেও জানা গেছে।

মিম জানান, প্রথমে প্রযোজনা সংস্থা থেকেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এরপর পরিচালক সঞ্জয় তাকে গল্প শোনান। ছবির গল্প ও নিজের চরিত্র পছন্দ হওয়াতেই ছবিটিতে যুক্ত হন তিনি।

এছাড়াও নির্মাতার সঙ্গে কাজের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে তার। ‘মানুষ’-এ নিজের চরিত্রের ব্যাপারে মিম বলেন, ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার। আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রে ভিন্নতা পাবেন এর আগে কলকাতার ‘সুলতান-দ্য সেভিয়র’ ছবিতেও জিতের বিপরীতে দেখা গেছে মিমকে।

উল্লেখ্য, বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘মানুষ’ ছবিটিতে জিৎ, মিম ছাড়াও আরও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমল প্রমুখ। জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড থেকে তৈরি হচ্ছে সিনেমাটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD