শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন




প্রাণীদের প্রেডিকশন বলছে, বিশ্বকাপ আর্জেন্টিনার: মার্কা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৮:১৫ pm
FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

ফাইনালের মঞ্চ প্রস্তুত। মাঠের খেলায় নিজেদের প্রমাণ করতে প্রস্তুত আর্জেন্টিনা ও ফ্রান্স। আর সেই মহারণ নিয়েই চলছে নানা রকম প্রেডিকশন। কেবল মানুষ নয় প্রাণীরাও যোগ দিয়ে এই প্রেডিকশনের তালিকায়।অবশ্য এবারই নতুন নয় প্রত্যেক বিশ্বকাপেই কিছু প্রাণী রীতিমতো জ্যোতিষ বনে যায়। ২০১০ বিশ্বকাপেই মূলত তোড়জোড় করে প্রাণীদের প্রেডিকশনের শুরু।

সেবার প্রেডিকশন করে বিখ্যাত বনে গিয়েছিল অক্টোপাস পল। তার ভবিষ্যতবাণী অনুযায়ী সেবার স্পেন নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল।আর পলের এমন কাণ্ডই প্রাণীদের প্রেডিকশনের ধারাটা জোরালো করে। তবে পলের মতো প্রেডিকশনে সফল হতে পারেনি অন্য কোনো প্রাণী।

স্প্যানিশ দৈনিক মার্কার খবর বলছে, এবারের অধিকাংশ প্রাণীদের প্রেডিকশনই বলছে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত কার হাতে উঠবে সোনালি ট্রফি সেটা দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD