কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হওয়ায় গোটা বিশ্ব আরব অঞ্চলের সংস্কৃতি এবং মূল্যবোধ সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। নিজের টুইটার একাউন্ট থেকে এমনটাই লিখেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। টুইটে আর্জেন্টিনাসহ বিশ্বকাপে অংশ নেয়া সকল দল এবং সমর্থকদের ধন্যবাদ জানান কাতারের আমির।
মেসির সঙ্গে একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, ‘উপসংহারে বলতে চাই, আমরা আরব দেশগুলি থেকে একটি ব্যতিক্রমী প্রতিযোগীতা আয়োজনের প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। এরমধ্য দিয়ে বিশ্ববাসী আমাদের সমৃদ্ধ সংস্কৃতি এবং আমাদের মূল্যবোধের মৌলিকত্ব সম্পর্কে জানার সুযোগ পেয়েছে’।