সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন




পদ্মা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে পাঁচ দিন

পদ্মা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে পাঁচ দিন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১:১২ am
Padma Bank Limited The Farmers Bank Limited পদ্মা ব্যাংক লিমিটেড দি ফারমার্স ব্যাংক লিমিটেড padma পদ্মা
file pic

পাঁচ দিন বন্ধ থাকবে বেসরকারি খাতের পদ্মা ব্যাংকের লেনদেন। মঙ্গলবার রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ব্যাংকটির সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে কার্যক্রম স্থানান্তরের জন্য ব্যাংকটির লেনদেন বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পদ্মা ব্যাংক লেনদেন বন্ধের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়ে আবেদন করে। ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক তাতে সায় দিয়েছে।

সাবেক ফারমার্স ব্যাংকের নাম বদল করে পদ্মা ব্যাংক নামে ব্যাংকটির নতুন যাত্রা শুরু হয় ২০১৯ সালে। ওই বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংকের নাম বদলের অনুমোদন দেয়। এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ জানুয়ারি থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় দি ফারমার্স ব্যাংক লিমিটেড পদ্মা ব্যাংক লিমিটেড হিসেবে পরিবর্তন করা হয়েছে।

ঋণ কেলেঙ্কারিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিতর্কিত ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক’ করার অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল তৎকালীন পরিচালনা পর্ষদ। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটির নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ করা হয়।

রাজনৈতিক বিবেচনায় ২০১৩ সালে অনুমোদন পাওয়া নতুন ৯ ব্যাংকের একটি ছিল ফারমার্স ব্যাংক। কিন্তু চার বছর না পেরোতেই চরম সংকটে পড়ে ব্যাংকটি। পরিস্থিতির চরম অবনতি হওয়ায় একপর্যায়ে পদ ছাড়তে বাধ্য হন ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ব্যাংকটির এমডি এ কে এম শামীমকেও অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি বাঁচাতে মূলধন সহায়তা দিয়েছে সরকারি চার ব্যাংক ও একটি বিনিয়োগ সংস্থা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD