বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন




ইআরএফ সভাপতি রেফায়েত, সম্পাদক কাশেম নির্বাচিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ৯:৩৬ pm
erf ইআরএফ সভাপতি রেফায়েত সম্পাদক কাশেম
file pic

অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েত উল্লাহ মৃধা ও সাধারণ সম্পাদক র্নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার আবুল কাশেম।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শওকত মাহমুদ ফল ঘোষণা করেন।

সূত্র জানায়, ইআরএফের ২২৯ ভোটারের মধ্যে ২০০ জন ভোট দিয়েছেন। রেফায়েত উল্লাহ মৃধা ৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির বিজনেস এডিটর সালাউদ্দিন বাবলু।

সহ-সাধারণ সম্পাদক পদে দ্য অবজারভারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান ও অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ। এ ছাড়া চারটি সদস্য পদে ইআরএফের সিনিয়র সদস্য বদিউল আলম, দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার, ফাইন্যান্সিয়াল এক্সেপ্রেসের সিনিয়র রিপোর্টার মোহাম্মাদ সাইফুল ইসলাম ও শেয়ারবাজার নিউজের সিনিয়র রিপোর্টার শাহ আলম নুর নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে ছিলেন মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু। এর আগে ২০২০-২২ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি শারমীন রিনভী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD