বুধবার, ১৮ জুন ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন




স্কয়ার র্ফামার নগদ লভ্যাংশ অনুমোদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৮:৩০ pm
Square Pharmaceuticals Ltd স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড Square pharma Limited স্কয়ার র্ফামা
file pic

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জুন ৩০, ২০২২ তারিখে সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তার শেয়ারহোল্ডারদের জন্যে ১০০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। গত ২৪শে ডিসেম্বের, ২০২২ তারিখ শনিবার ভার্চুয়াল প্লাটফরম-এর অধিনে অনুষ্ঠিত ৫৬তম বার্ষিক সাধারন সভায় এ ঘোষণা দেয়া হয়।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভায় চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী সহ ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আফযাল হাসান উদ্দিন ও এস. এম. রেজাউর রহমান, হেড অফ একাউন্টস অ্যান্ড ফাইনান্স মোঃ কবির রেজা, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. জাহাঙ্গির আলম এবং কোম্পানির সেক্রেটারি খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন।

আলোচ্য জুন ৩০, ২০২২ তারিখে সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বিক্রয়, মোট মুনাফা এবং নিট মুনাফা (করপরবর্তী) হয়েছে যথাক্রমে ৬,৬৪১ কোটি, ২,৯৬৪ কোটি এবং ১,৮১৮ কোটি টাকা। কোম্পানির বিক্রয় এবং নিট মুনাফা (করপরবর্তী) বেড়েছে যথাক্রমে ১৩.৮১ এবং ১৩.৯৮ শতাংশ। আলোচ্য প্রতিবেদন অনুসারে ১,৪৭২ কোটি টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।

পরিচালক পর্ষদ সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিচালক পর্ষদ বিনীতভাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জেস, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সরকারি ও বেসরকারি এজেন্সিগুলোকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারদের অনেকেই কোম্পানির বর্তমান ও ভবিষ্যত কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন।

সভা শেষে, চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থা ও সমর্থন জ্ঞাপনের জন্যে শেয়ারহোল্ডারদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD