আইপিএল-২০২৩ সামনে রেখে গত শুক্রবার কোচিতে অনুষ্ঠিত হয় খেলোয়াড় নিলাম। এবারের নিলামে খেলোয়াড় কেনায় হয়েছে নতুন রেকর্ড। ইতিহাস গড়েছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। তাকে রেকর্ড ২২ লাখ ৫৬ হাজার ডলারে (১৮ কোটি ৫০ লাখ রুপি) দলভুক্ত করেছে পাঞ্জাব কিংস। এছাড়া অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আর ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসও আকর্ষণীয় পারিশ্রমিক পেয়েছেন।
আইপিএল ইতিহাসের ব্যয়বহুল খেলোয়াড় যারা:
স্যাম কারান: আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ১৮ কোটি ৫০ লাখ রুপিতে কারানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে ১৩ উইকেট শিকার করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হন কারান। ইংল্যান্ড এ আসরে শিরোপা জয় করে। ওই পারফরম্যান্স দিয়েই আইপিএলের দলগুলোর নজর কাড়েন ২৪ বছর বয়সী কারান। এছাড়া বিশ্বকাপের আগে গত সেপ্টেম্বরে ভারত সফরে টি২০ সিরিজে দুই ম্যাচে দুটি ঝড়ো ইনিংস খেলেন কারান। এ কারণেই তাকে দলে টেনেছে পাঞ্জাব।
ক্যামেরন গ্রিন: আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যয়বহুল খেলোয়াড় অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। শুক্রবার তাকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস। ২৩ বছর বয়সী অলরাউন্ডারকে দলে চেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসও। তবে তাকে পেল মুম্বাই। এ বছরই অস্ট্রেলিয়ার জার্সিতে টি২০ অভিষেক ঘটে গ্রিনের। এখন পর্যন্ত আট ম্যাচে ১৭৩.৭৫ স্ট্রাইক রেটে রান তুলেছেন, করেছেন দুটি হাফ সেঞ্চুরি এবং দুটিই ভারতের বিপক্ষে। গত নভেম্বরে ভারতের বিপক্ষে যথাক্রমে ৩০ বলে ৬১ ও ২১ বলে ৫২ রান করেন। এ দুটি ইনিংসই তাকে আইপিএলে আকর্ষণীয় খেলোয়াড়ে পরিণত করেছে।
বেন স্টোকস: ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে ১৬ কোটি ২৫ লাখে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। স্টোকসকে চেয়েছিল রাজস্থান ও লখনউও। যদিও তাকে লুফে নেয় চেন্নাই। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস ও স্টোকস যুগ্মভাবে আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যয়বহুল খেলোয়াড়। ২০১৭ সালের আইপিএলে তাকে ১৪ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছিল সাবেক দল রাইজিং পুনে সুপারজায়ান্টস।
ক্রিস মরিস: ২০২১ সালের নিলামে রাজস্থান রয়্যালস ১৬ কোটি ২৫ লাখ রুপিতে ক্রিস মরিসকে কিনে নিলে তিনি হন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল খেলোয়াড়। সেবার ৭৫ লাখ ভিত্তিমূল্য থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে তার দাম ঠেকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে।
নিকোলাস পুরান: সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ টি২০ দলের নেতৃত্ব ছাড়লেও আইপিএলে চমক দেখালেন নিকোলাস পুরান। শুক্রবারের নিলামে তাকে ১৬ কোটি রুপিতে দলে টেনেছে লখনউ সুপার জায়ান্টস। তিনিই এখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল উইকেটকিপার।
যুবরাজ সিং: ২০১৫ সালে তখনকার দল দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটাল) ১৬ কোটি রুপিতে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে কিনে নেয়। ওই সময় যুবরাজই ছিলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়। আগের মৌসুমে তাকে ১৪ কোটি রুপিতে কিনেছিল বেঙ্গালুরু।