শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন




ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি

অন্যরকম অভিজ্ঞতায় ববি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ১:১৯ am
Eamin Haque Bobby Dhallywood film actress ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি
file pic

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এবার প্রথমবারের মতো একটি সিনেমায় আইটেম গার্ল রূপে হাজির হয়েছেন তিনি। মুক্তি প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার একটি আইটেম গানের মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন এই তারকা।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘চালাও গুলি’ শিরোনামের গানটি। এ প্রসঙ্গে ববি বলেন, প্রথমবার আমি নিজে অভিনয় করা ছাড়া কোনো সিনেমার আইটেম গানে নাচলাম। অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। গানটার সঙ্গে কোরিওগ্রাফি ও হুক স্টেপটা দারুণ লেগেছে। আর এটি প্রকাশ্যে আসার পর দর্শকদের সাড়াও পাচ্ছি খুব ভালো।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমার এই গানটির কথা লিখেছেন মোক্তাদির মাওলা। কণ্ঠ দিয়েছেন নাশা ও মীর মাসুম।

সুর ও সংগীত মীর মাসুমের। কোরিওগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত। নির্মাতা সানী সানোয়ার বলেন, গহিন জঙ্গলের ভেতর গ্রাম্য এলাকায় বসবাসকারী এক চোরাকারবারি ও তার ব্যক্তিগত কয়েকজন কর্মচারী নিয়ে সে মাস্তি করছে, এমন পটভূমিতে এই গান তুলে ধরা হয়েছে। ৬ই জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ব্ল্যাক ওয়ার’।

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এতে আরও অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD