আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক দিন বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী পহেলা জানুয়ারী পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩০ ও ৩১ ডিসেম্বর ছুটির দিন হওয়ায় আরও একদিন বাড়িয়ে ১ জানুয়ারী পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
এর আগে করদাতাদের সেবা গ্রহণ ও রিটার্ন দাখিলের সুবিধার্থে গত ১ নভেম্বর থেকে শুরু হয় করসেবা মাস। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ (৩০ নভেম্বর)। এর পর ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।