সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন




ফের রিটার্ন দাখিলের সময় বাড়লো

ফের রিটার্ন দাখিলের সময় বাড়লো: ফের রিটার্ন দাখিলের সময় বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ১২:৪২ pm
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax
file pic

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক দিন বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী পহেলা জানুয়ারী পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ ও ৩১ ডিসেম্বর ছুটির দিন হওয়ায় আরও একদিন বাড়িয়ে ১ জানুয়ারী পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

এর আগে করদাতাদের সেবা গ্রহণ ও রিটার্ন দাখিলের সুবিধার্থে গত ১ নভেম্বর থেকে শুরু হয় করসেবা মাস। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ (৩০ নভেম্বর)। এর পর ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD