সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:১৪ অপরাহ্ন




রানার অটোমোবাইলস লভ্যাংশ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৬:১৫ pm
Runner Automobiles Ltd রানার অটোমোবাইলস লিমিটেড
file pic

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতস্ফুর্তভাবে সম্পন্ন হয়েছে।

সভায় শেয়ারহোল্ডারণ ৩০ জুন ২০২২ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএম-এ এটি অনুমোদন দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ার হোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর কুমার চৌধুরী সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান, সভায় উপস্থিত ছিলেন, সিএফও সনৎ দত্ত সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারগণ।

রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এর দিকনির্দেশনামূলক বক্তব্যবের মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD