স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরের ঘরবন্দি সময়ের প্রথম আড্ডা, ১ জুলাই ২০২০। ছবি: ওয়াহিদ মাহমুদের ফেসবুক পোস্ট থেকে নেওয়া
দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের ৬০ জন বিশিষ্ট নাগরিক।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে স্বাক্ষর করে এই বিশিষ্ট নাগরিকরা বলেন, তারা পারিবারিক সূত্রে জানতে পেরেছেন ফখরুল বেশ অসুস্থ এবং চিকিৎসকরা তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রমুখ।
বিবৃতিতে আরও বলা হয়, গত ৮ ডিসেম্বর মধ্যরাতে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ফখরুলকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি।
তার মুক্তি দাবি করে স্বাক্ষরকারীরা বলেন, ‘মির্জা আলমগীর এদেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতি করছেন। তার বন্ধু ও শুভানুধ্যায়ী হিসেবে আমরা তার সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন।’