রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন




সাংবাদিক বাতেন বিপ্লবের পিতার মৃত্যু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ৬:১০ pm
accidents passes away মৃত্যু মৃত্যুবরণ Shok শোক kill killed দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক লাশ grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা shok passes away মৃত্যু মৃত্যুবরণ road crash Shok শোক kill killed দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক লাশ grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা
file pic

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক এম এ বাতেন বিপ্লবের পিতা আলহাজ্ব মো. বাবর আলী মুন্সী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সরকার বাড়ি জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এম এ বাতেন বিপ্লবের পিতা আলহাজ্ব মো. বাবর আলী মুন্সীর মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরডিজেএ’র শোক

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) ঢাকা’র সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রধান প্রতিবেদক বাতেন বিপ্লবের পিতা আলহাজ্ব মো. বাবর আলী মুন্সী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩১ ডিসেম্বর সকালে কুড়িগ্রামের উলিপুরে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু হয়। মো. বাবর আলী মুন্সীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরডিজেএ সভাপতি তোফাজ্জল হেসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ এ শোক জানান। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন।

এটিজেএফবি’র শোক

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের (এটিজেএফবি) যুগ্ম সম্পাদক ও এশিয়ান টিভির প্রধান প্রতিবেদক বাতেন বিপ্লবের বাবা আলহাজ মো. বাবর আলী মুন্সী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এটিজেএফবি। আলহাজ মো. বাবর আলী মুন্সীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক জিয়াউল হক সবুজ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD