বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন




ফানুস পড়ে ঢাকার দুই স্থানে আগুন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩ ৮:৪৪ am
অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস Fire Incident Fire Service কারখানা শিখা আগুন নির্মাণ দুর্ঘটনা হতাহত নিহত অগ্নিকাণ্ড অগ্নি ফায়ার সার্ভিস bm কর্মক্ষেত্র ঝুঁকি
file pic

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে উড়ানো ফানুসে ঢাকার দুটি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি পুরান ঢাকার লালবাগ ও অপরটি সদরঘাট এলাকায়।

শনিবার মধ্য রাতে এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। উভয় স্থানে পাঠানো হয় ২টি করে ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটি ফানুস পড়ে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়। একইভাবে লালবাগে লাগা আগুনও কিছুক্ষণের মধ্যে নিভে যায়।

তিনি আরও বলেন, মিরপুরে একটি ছোট আগুনের খবর পাওয়া গেলেও সেটি ফানুস থেকে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য এবার রাজধানীতে ফানুস উড়ানো ও আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি। কিন্তু শনিবার সন্ধ্যা থেকেই এ নিষেধাজ্ঞা মানতে দেখা যায়নি নগরবাসীকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD