দেখতে দেখতে পেরিয়ে গেল ২০২২। নানা প্রত্যাশা আর সম্ভাবনার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল বছরটি। করোনা পরবর্তী সময়ে ২০২২ সিনে অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। এ বছর অনেকটা পালাবদলের বছরও। কারণ এ বছরেই তথাকথিত বাণিজ্যিক সিনেমার বদলে হাওয়া-পরানের মতো বাস্তবধর্মী সিনেমার জয়জয়কার দেখা যায়। ওটিটি প্ল্যাটফর্মেরও বাড় বাড়ন্তের বছর ২০২২।
প্রতি বছর শাকিব খানের রমরমা অবস্থা থাকলেও এ বছর অনেকটাই ম্রিয়মাণ ছিলেন এই শীর্ষ নায়ক। শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ ও ‘গলুই’ মুক্তি পেলেও তেমন সাড়া ফেলেনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছিলেন তিনি। পূজা চেরির সঙ্গে প্রেম, বুবলীর সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসা এবং তাদের বিচ্ছেদের গুঞ্জন ঘিরে আলোচিত ও সমালোচিত দুটোই হয়েছেন শাকিব। অন্যদিকে অভিনেতাদের মধ্যে বছরজুড়ে আলোচনার শীর্ষে ছিলেন শরিফুল রাজ। ‘পরাণ’, ‘হাওয়া’, ‘দামাল’ দিয়ে দাপিয়ে বেরিয়েছেন পুরোটা সময়। ২০২২ সাল চঞ্চল চৌধুরীর অভিনয় জীবনেরও সুসময় ছিল। এই বছর তার অভিনীত ২টি সিনেমা ‘পাপ-পুণ্য’ ও ‘হাওয়া’ মুক্তি পেয়েছে। এরমধ্যে ‘হাওয়া’ বছরের সবচেয়ে সুপারহিট ব্যবসাসফল সিনেমার তালিকায় রয়েছে। এই সিনেমায় তার অভিনয় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। তবে অন্য সিনেমা ‘পাপ-পুণ্য’ দর্শকদের মধ্যে তেমন একটা সাড়া ফেলতে পারেনি। এ ছাড়া কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের হয়ে চঞ্চল চৌধুরীকে বলিউড তারকা শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে।
এ বছর সিয়াম আহমেদ অভিনীত ৪টি সিনেমা– ‘শান’, ‘পাপ-পুণ্য’, ‘অপারেশন সুন্দরবন’ ও ‘দামাল’ মুক্তি পেয়েছে। সিনেমাগুলোর মধ্যে ‘শান’ সিনেমাটি তার অভিনীত সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছেন। এ ছবির জন্য বাণিজ্যিক ঘরানায় শাকিব খানকে টেক্কা দিয়ে সিয়াম ছিলেন এগিয়ে। অন্য ছবিগুলোতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সিয়াম। তবে বাকি ছবিগুলো বিগ হিট হয়নি।
অপরদিকে ‘যাও পাখি বলো তারে’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন নবাগত আদর আজাদ। তার অভিনীত ‘তালাশ’ সিনেমাও দর্শকদের নজর কেড়েছে। সিনে বোদ্ধারা আদর আজাদের ভেতর একজন জাত অভিনেতাকে আবিষ্কার করেছেন। ভালো সুযোগ পেলে অনেকদূর এগিয়ে যাবেন এই নায়ক। নতুন প্রজন্মের আরেক নায়ক জিয়াউল রোশানও নজর কেড়েছেন দর্শকদের। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক।
২০২২ সালে অভিনেত্রীদের মধ্যে আলোচনায় ছিলেন বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’ দিয়ে নিজের অভিনয় প্রতিভা ফুটিয়ে তুলেছেন নতুন করে। জয়া আহসান অভিনীত ১টি মাত্র সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পেয়েছে। সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও সিনেমাটি তেমন ব্যবসা সফলতা পায়নি। এ ছাড়া, জয়া আহসান আলোচনায় ছিলেন প্রথমবারের মতো হিন্দি সিনেমায় অভিনয় করার কারণে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত হিন্দি সিনেমায় জয়া আহসান অভিনয় করছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে।
বছরের শুরু থেকেই আলোচনায় ছিলেন পরীমণি। শরিফুল রাজকে বিয়ের খবর, সন্তানের জন্ম- সব মিলিয়ে পরীমণির বছরটা কেটেছে ব্যক্তিগতভাবেই। এমনকি বছরের শেষ দিনে এসেও বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়ে রয়েছেন আলোচনায়।
অপরদিকে মাহিয়া মাহির দুটি সিনেমা মুক্তি পায় এ বছর। ‘লাইভ’ ও ‘যাও পাখি বলো তারে’। দুটি ছবিতেই মাহির অভিনয় দর্শকদের মন কেড়েছে। মা হতে যাওয়া মাহি বছরের শেষ সময়ে এসে নাম লেখান রাজনীতিতে। করতে যাচ্ছেন এমপি নির্বাচনও। সব মিলিয়ে মাহিও বেশ আলোচনায় ছিলেন এ বছর।
চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ৪টি সিনেমা- ‘গলুই’, ‘শান’, ‘সাইকো’ ও ‘হৃদিতা’ মুক্তি পেয়েছে। সিনেমাগুলোর মধ্যে ‘গলুই’ ও ‘শান’ কিছুটা আলোচনায় ছিল। অন্য দুটি সিনেমা তেমনভাবে সাড়া ফেলতে পারেনি। চলতি বছরের এক নম্বর নায়িকার আসনে থাকার সব সম্ভাবনা থাকলেও ব্যক্তি জীবনের কিছু বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা তাকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। নতুন সম্ভাবনাময় নায়িকাদের মধ্যে নাজিফা তুষি বেশ আলোচিত ছিলেন। ‘হাওয়া’ সিনেমায় তার অনবদ্য অভিনয়ের জন্য দর্শকদের মন কেড়েছিলেন এই নায়িকা।