শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন




দায়িত্ব পেলে দুই মাসে সব পরিবর্তন করতে পারব: সাকিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩ ৮:৪৫ pm
Shakib Al Hasan সাকিব আল হাসান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি SHAKIB
file pic

গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে ১ দিনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) দায়িত্ব নিয়েছেন সাকিব আল হাসান। আজ বুধবার এ দায়িত্ব গ্রহণ করেন টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক। প্রতিষ্ঠানটির অফিসে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব।

এসময় এক সাংবাদিক প্রশ্ন করেন, বিপিএল আয়োজনে যদি সিইও হতেন তাহলে কী ভূমিকা রাখতেন? জবাবে সাকিব জানান, দায়িত্ব দিলে পরিবর্তন আনতে সর্বোচ্চ ১ থেকে ২ মাস লাগবে তার।

সাকিব বলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয় আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা, ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম। দুই মাসও লাগার কথা নয়। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’

সাকিব একটি হিন্দি সিনেমার প্রসঙ্গ টেনে বলেন, ‘নায়ক মুভিতে দেখেছেন, ১ দিনে অনেক কিছু করা সম্ভব, যে করতে পারে। যে পারে সে সবসময়ই করতে পারে।’

চলতি মৌসুমে নতুন করে সিইও হলে আপনি কী করবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এই মৌসুমের সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে। ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে, হোম এন্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD