শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন




এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩ ৮:২৩ pm
Asian Cricket Council Asia Cup পুরুষ একদিন আন্তর্জাতিক টি২০ ক্রিকেট men's One Day International Twenty20 cricket এশিয়া কাপ
file pic

আরব আমিরাতে গত এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। গ্রুপপর্বে ভারত জিতলেও সুপার ফোরে শোধ তোলে পাকিস্তান। আসন্ন এশিয়া কাপেও গ্রুপপর্বে দেখা যাবে ভারত ও পাকিস্তান দ্বৈরথ।

অন্যদিকে বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান। চলতি বছরের সেপ্টেম্বরে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তবে টুর্নামেন্টের ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল পাকিস্তানে। ভারত সাফ জানিয়ে দেয় তারা পাকিস্তানের খেলতে যাবে না।

বৃহস্পতিবার এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ ২০২৩ ও ২০২৪ সালের ক্রিকেট সূচি নিয়ে টুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘২০২৩ ও ২০২৪ সালের ক্রিকেট পঞ্জিকা প্রকাশ করা হলো। এই খেলাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ও আবেগ রয়েছে। আশা করি, ক্রিকেট ভক্তদের দারুণ একটি বছর কাটবে।’

২০২৩ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের গ্রুপে থাকবে বাছাই পর্ব উতরে আসা একটি দল। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তান রয়েছে অন্য গ্রুপে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে গত এশিয়া কাপ হয়েছিল ২০ ওভারের ফরম্যাটে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এশিয়া কাপও হবে ৫০ ওভারের ফরম্যাটে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD