বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন




চলতি মাসে যাদের এজিএম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩ ৭:৩৪ pm
শেয়ার বাজার শেয়ারবাজার শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket annual general meeting AGM agm বার্ষিক সাধারণ সভা এজিএম
file pic

চলতি জানুয়ারি মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে কোম্পানিগুলোর বার্ষিক হিসাব ও ঘোষিত মুনাফা অনুমোদন হয়। ফলে বিনিয়োগকারীদের এজিএমের প্রতি বিশেষ আকর্ষণ থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানিয়েছে, কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ডাইংয়ের ৫ জানুয়ারি, এস আলমের ৭ জানুয়ারি ও সিলকো ফার্মার এজিএম অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি। জেএমআই হসপিটালের ১২ জানুয়ারি, ডেসকোর ১৪ জানুয়ারি, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৭ জানুয়ারি, কপারটেকের এজিএম হবে ১৯ জানুয়ারি। এ ছাড়া পাওয়ার গ্রিডের ২১ জানুয়ারি, এস্কয়ার নিট কম্পোজিটের ২৫ জানুয়ারি, স্টার অ্যাডহেসিভের ২৫ জানুয়ারি, যমুনা অয়েলের ২৮ জানুয়ারি, শাহজিবাজার পাওয়ারের ২৯ জানুয়ারি এবং ইস্টার্ন কেবলসের এজিএম ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঢাকা ডাইং শূন্য দশমিক ২৫ শতাংশ নগদ, এস আলম ৫ শতাংশ নগদ, সিলকো ফার্মা ৫ শতাংশ নগদ (পরিচালক ব্যতীত) ও জেএমআই হসপিটাল ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ডেসকো ১০ শতাংশ নগদ, আনোয়ার গ্যালভানাইজিং ২০ শতাংশ নগদ ও ৮০ শতাংশ বোনাস, কপারটেক ৪ শতাংশ নগদ (উদ্যোক্তা-পরিচালক ব্যতীত) ও ৪ শতাংশ বোনাস, পাওয়ার গ্রিড ১০ শতাংশ নগদ (উদ্যোক্তা ব্যতীত) লভ্যাংশ ঘোষণা করেছে। এস্কয়ার নিট কম্পোজিট ১০ শতাংশ নগদ (উদ্যোক্তা-পরিচালক ব্যতীত), স্টার অ্যাডহেসিভ সাড়ে ১২ শতাংশ নগদ, যমুনা অয়েল ১২০ শতাংশ নগদ, শাহজিবাজার পাওয়ার ১৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস এবং ইস্টার্ন কেবলস ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD