মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন




দেশে প্লাস্টিক শিল্পের বাজার ৪০ হাজার কোটি টাকা

দেশে প্লাস্টিক শিল্পের বাজার ৪০ হাজার কোটি টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩ ৫:৫২ pm
Plastic Products Product প্লাস্টিক পণ্য প্লাস্টিক Polyethylene polythene plastic পলিথিন পলিইথিলিন পলিথিন পিই ইউপ্যাক পলিথিন পলি মিথাইলিন প্লাস্টিক
file pic

বর্তমানে দেশে প্লাস্টিক শিল্পের বাজার ৪০ হাজার কোটি টাকা। বছরে প্লাস্টিক বর্জ্য তৈরি হয় প্রায় সোয়া আট লাখ টন। এ খাতের উন্নয়নে প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

আজ বুধবার সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর উদ্যোগে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়েছে।

সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, বছরে দেশে প্লাস্টিক বর্জ্য তৈরি হয় প্রায় সোয়া আট লাখ টন। তবে এর মাত্র ৩৬ শতাংশ পুনঃপ্রক্রিয়াজাতকরণ হয়ে নতুন পণ্য তৈরিতে ব্যবহার হয়। বাকি ৬৪ শতাংশই পরিবেশ দূষণ করে। অথচ সরকারের নীতি সহায়তা পেলে প্লাস্টিক পণ্য রপ্তানি বর্তমানের ১২০ কোটি ডলার থেকে আরও বাড়ানোর পাশাপাশি আমদানি বিকল্প পণ্য তৈরি করে দেশের চাহিদাও মেটানো সম্ভব।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সলিম উল্লাহ জানান, দেশের এই খাতের উন্নয়নে প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই তা অনুমোদন করে আগামী ফেব্রুয়ারি থেকে তা বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইজাজ হোসেন। উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামিম আহমেদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD