সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন




আমরা নেটওয়ার্কস ও টেকনোলজিসের লভ্যাংশ অনুমোদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩ ১১:৩৭ am
aamra networks Technology আমরা নেটওয়ার্কস লিমিটেড এবং আমরা টেকনোলজিস
file pic

আমরা নেটওয়ার্কস লিমিটেড এবং আমরা টেকনোলজিস লিমিটেডের পরিচালনা পর্ষদের ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য সুপারিশকৃত বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আমরা নেটওয়ার্কস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আর ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সা। এছাড়া আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ৮ টাকা ৫১ পয়সা। এদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৮ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৫৬ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭৪ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬৯ পয়সা।

‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯৫ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানিটির মোট পাঁচ কোটি ৯০ লাখ ৩৪ হাজার ৮৬৫টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে ৩৩ দশমিক শূন্য চার শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রাতিষ্ঠানিক ৩৬ দশমিক ৯৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ০১ শতাংশ শেয়ার রয়েছে।

আমরা টেকনোলজিস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাবববছরের জন্য ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আর ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯ পয়সা। এছাড়া আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ২ টাকা ৫৬ পয়সা।

আমরা টেকনোলজিস লিমিটেড ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৬১ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে আছে ২৭ কোটি ৭৯ লাখ টাকা। কোম্পানিটির মোট ৬ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৭৫৭টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের ৩০ দশমিক ০১ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক ৩৩ দশমিক ৪০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD