বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন




ভালো কাজ করতে অনুপ্রাণিত হই: মেহজাবিন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩ ৮:১৩ pm
Mehazabien Chowdhury actress model মডেল অভিনেত্রী মেহজাবিন মেহেজাবিন চৌধুরী
file pic

নাটকের প্রিয়মুখ মেহজাবিন চৌধুরী। সারা বছরই ব্যস্ত সময় কাটে। উৎসব-পার্বনে তার নাটকের বিনোদনের অন্যতম অনুসঙ্গ।

১ জানুয়ারি মেহজাবিন চৌধুরী অভিনীত ‘কাজলে দিনরাত্রি’ নামের একটি একক নাটক দীপ্ত টিভিতে প্রচার করা হয়। এ নাটকে মেহজাবিনকে একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা গেছে।

সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। টেলিভিশনে প্রচারের পর নাটকটি ইউটিউবে আপলোড করা হয়। সেখানে দেখা যায়, দর্শক নাটকটি বেশ উপভোগ করছেন। মন্তব্যের ঘরেও রয়েছে মেহজাবিনের প্রশংসা।

এ নাটকে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেন তৌসিফ মাহাবুব।

‘কাজলে দিনরাত্রি’ নাটকটি প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘নতুন বছরের শুরুতে কাজলে দিনরাত্রি দর্শকদের ভালো লেগেছে, এটি দেখে আমারও বেশ ভালো লাগছে। এসব দেখলে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত হই। আশাকরি আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD