সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন




আইজিপি আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩ ৮:০৩ pm
Inspector General of Bangladesh Police Chowdhury Abdullah Al-Mamun পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
file pic

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ আরও দেড় বছর বাড়ানো হয়েছে। আগামী ১১ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা-৪৯ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে তার অবসর-উত্তর ছুটি ও তদন্ত-সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ১২ জানুয়ারি ২০২৩ থেকে ১১ জুলাই ২০২৪ পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে এক বছর ছয় মাস মেয়াদে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন গত বছরের ২২ সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক পদে পদোন্নতি পান।

তিনি বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD