মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২০ অপরাহ্ন




শর্টস নির্মাতারা কবে থেকে আয় হাতে পাবেন জানালো ইউটিউব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩ ৮:০৭ pm
YouTube ইউটিউব
file pic

এবার ইউটিউব শর্টস নির্মাতাদের আয়ের দিন শুরু হতে যাচ্ছে। এ বছর ফেব্রুয়ারি মাস থেকে শর্টস নির্মাতাদের জন্য আয়ের সুযোগ চালু করবে ইউটিউব। সেই লক্ষ্যে শর্টস নির্মাতাদের জন্য আলাদা মনিটাইজেশন প্রোগ্রাম চালু করা হবে। এতে নির্মাতারা শর্টসে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের একটি অংশ পাবেন।

ইউটিউব জানায়, ফেব্রুয়ারির শুরুর দিক থেকে শর্টসের জন্য মনিটাইজেশন চালু করা হবে। নির্মাতারা যেদিন থেকে এই সুবিধা গ্রহণের যোগ্য হবেন, সেদিন থেকেই শর্টসে দেখানো বিজ্ঞাপনের একটি অংশ আয় করতে পারবেন। তবে এ জন্য অবশ্যই ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে শর্টস নির্মাতাদের।

ইউটিউব শর্টসে ভিডিও তৈরির সর্বোচ্চ সময়সীমা ৬০ সেকেন্ড। এমন ছোটো আকারের ভিডিও ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয় হলেও মনিটাইজেশন প্রোগ্রাম চালু না থাকায় এর থেকে আয় করা যায় না। এজন্য মূল ভিডিওর আদলে শর্টসেও বিজ্ঞাপন প্রদর্শন করে নির্মাতাদের আয়ের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউটিউব।

শর্টস ভিডিও থেকে আয়ের জন্য অবশ্যই চ্যানেলে কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। সেইসঙ্গে এক বছরের মধ্যে চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখার সময় কমপক্ষে চার হাজার ঘণ্টা হতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD