বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন




বিশ্ব ইজতেমা/ ইপিজেড-আশুলিয়া-টঙ্গী সড়ক বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩ ৫:২২ pm
TRAFFIC ট্রাফিক বাস highway hig hway যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident
file pic

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সামনে রেখে ইপিজেড-আশুলিয়া-টঙ্গী সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। সড়কটিতে যানজট কমাতে ও মুসল্লিদের কথা মাথায় রেখে নেওয়া হয় এ পদক্ষেপ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকেই টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ঢাকার প্রবেশমুখ বাইপাইল এলাকায় ট্রাফিক পুলিশের রেকার ট্রাক দিয়ে বন্ধ করে রাখা হয়।

আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জাহিদ হোসেন বলেন, ইজতেমার কারণে এই সড়কটিতে চাপ বেড়ে যাওয়ায় মুসল্লিদের ইজতেমা ময়দানে যেতে সমস্যা হচ্ছে। তাই আপাতত এই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। বেড়িবাঁধ ও কামারপাড়ার দিকে চাপ কমে গেলে সড়ক স্বাভাবিক করে দেওয়া হবে।

এছাড়া যাত্রী ও পরিবহনকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে সাভার ট্রাফিক বিভাগ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD