বিশ্বকাপের পর প্রথমবার মাঠে দেখা গেল লিওনেল মেসিকে। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জার্সিতে প্রত্যাবর্তনটা গোল করে রাঙিয়ে রাখলেন তিনি। বুধবার ঘরের মাঠে অঁজের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে পিএসজি। অন্য গোলটি করেছেন ফরাসি তারকা হুগো একিতিকে।
পার্ক ডি প্রিন্সেসে লিওনেল মেসি ও নেইমারকে নিয়ে শুরুর একাদশ সাজায় পিএসজি। তবে ছুটিতে থাকায় এই ম্যাচে খেলেননি কিলিয়ান এমবাপ্পে।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের বাকি সব সদস্য নিজেদের ক্লাবের দর্শকদের সামনে দেখিয়েছেন বিশ্বকাপে পাওয়া মেডেল। ব্যতিক্রম শুধু মেসি, আর দশটা ম্যাচের মতোই স্বাভাবিকভাবে ওয়ার্মআপ করেন আর্জেন্টিনা অধিনায়ক। সেখানে অবশ্য একটু ভিন্নতা ছিল। প্রয়াত ব্রাজিলিয়ান গ্রেট পেলের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি ‘অমর পেলে’ লেখা সাদা টি-শার্ট পরে ছিলেন। একই টি-শার্ট পরেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও।
পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ।
পঞ্চম মিনিটে এগিয়ে যায় পিএসজি। মেসির কাছ থেকে বল পেয়ে মুকিয়েলে নিচু ক্রসে খুঁজে নেন একিতিকেকে। ফরাসি ফরোয়ার্ড চমৎকার ফিনিশিংয়ে এনে দেন দলের প্রথম গোল। ২৪তম মিনিটে মেসির ফ্রি কিকে রামোসের হেড কোনোমতে ফেরান অঁজের গোলরক্ষক। দুই মিনিট পর আর্জেন্টাইন মহাতারকার আরেকটি ফ্রি কিক ফিস্ট করে ব্যর্থ করে দেন তিনি।
৩৩তম মিনিটে ডি বক্সে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন মেসি। তার বাঁকানো শট ঝাঁপিয়ে কোনো মতে ব্যর্থ করে দেন প্রতিপক্ষের গোলরক্ষক।
৭২তম মিনিটে মুকিয়েলের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন মেসি। শুরুতে লাইন্সম্যান অফসাইড দেন। তবে ভিএআরের সহায়তা নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি। চলতি আসরে লীগে মেসির অষ্টম গোল এটি।
৮৩তম মিনিটে মেসির পাসে বল জালে পাঠান নেইমার। তবে অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় তার গোল।