বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন




মৃণাল রূপে চঞ্চল চৌধুরী যেমন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩ ৮:২৬ pm
Suchinta Chowdhury Chanchal actor সুচিন্ত চৌধুরী চঞ্চল চঞ্চল চৌধুরী শিল্পী অভিনেতা Chanchal Chowdhury
file pic

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। মৃনাল সেনের চরিত্রে চঞ্চলের লুক প্রকাশ হয়েছে।

গুনী পরিচালক সৃজিত মুখার্জি মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে তার বায়োপিক নির্মাণ করছেন। ‘পদাতিক’ নামের সেই বায়োপিকে মৃণালের চরিত্রে চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ পেয়েছে। মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে আছেন মনামী ঘোষ। তার লুকও প্রকাশ পেয়েছে।

চঞ্চলের বিষয়ে সৃজিত বলেন, প্রথমত চঞ্চল এবং মৃণাল সেনের মুখের মিল আছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তা ছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন ও দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। সেটা কাকতালীয় হতে পারে।

কিন্তু মিলটা আছে। শুরুতে মৃণাল সেনকে নিয়ে ‘পদাতিক’ নামে ওয়েব সিরিজ বানাতে চেয়েছিলেন সৃজিত। গত মে মাসে এর পোস্টারও প্রকাশ করেছিলেন তিনি। সেখানে চঞ্চলকেই মনে মনে মৃণাল হিসাবে রেখেছিলেন তিনি। কিন্তু পরে বদলে যায় নির্মাতার সিদ্ধান্ত। মৃণাল সেনের বায়োপিক বানাবেন বলে ঠিক করেন। তবে সিরিজ সিনেমায় রূপ নিতে চললেও মূল চরিত্রে চঞ্চলকেই রাখলেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD