সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন




কোটালীপাড়ায় ভর্তুকি মূল্যে ৭৩টি কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩ ৪:৪৩ pm
Automatic Power Tiller Krishi Bazar Agriculture Machine seeker Farm tools tool এগ্রো যন্ত্র কৃষি বাজার কৃষি যন্ত্রপাতি পাওয়ার টিলার
file pic

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ সরকারি ভর্তুকি মূল্যে ৭৩টি কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু হয়েছে। সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ৮টি পাওয়ার টিলার কাম সিডার মেশিন ও ৮টি পাওয়ার ক্রেসার মেশিন ১৬ জন কৃষকের হাতে তুলে দেন। এ সময় কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়সহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া উপজেলা কৃষি অফিস থেকে জানাগেছে, সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় চলতি রবি মৌসুমে কোটালীপাড়া উপজেলায় ৪৬টি পাওয়ার টিলার কাম সিডার মেশিন ও ৮টি পাওয়ার ক্রেসার মেশিন বিতরণ করা হবে। এরমধ্যে ৮টি পাওয়ার টিলার কাম সিডার ও ৮টি পাওয়ার ক্রেসার মেশিন বিতরণ করা হয়েছে। বাদবাকী ৫৭ টি মেশিন দ্রুত বিতরণ করা হবে বলে ওই দপ্তর থেকে জানাগেছে।

কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি বান্ধব সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি শ্রমিক নির্ভরতা কমাতে কৃষিকে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ আমরা ১৬টি মেশিন সরকারি ভর্তুকি মূল্যে বিতরণ করেছি। ১টি পাওয়ার টিলার কাম সিডার মেশিনে সরকার ১ লাখ টাকা ভর্তুকি দিচ্ছে।

আর পাওয়ার ক্রেসার মেশিন প্রতি ভর্তুকি দেওয়া হচ্ছে ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা। সরকার কোটালীপাড়ায় ভর্তুকিমূল্যে ৭৩টি মেশিন বিতরণে অন্তত ৬৭ লাখ টাকার ভর্তুকি দিচ্ছে। আমরা কৃষকের হাতে এসব কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছি। তাদের এ ব্যাপারে প্রশিক্ষণ ও পারামর্শ দেয়া হচ্ছে। তারা এসব যন্ত্রপাতি ব্যবহার করে শ্রমিক খরচ সাশ্রয়ের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করবে। কৃষিকে যান্ত্রিকীকরণ করে শ্রমিক নির্ভরতা কমিয়ে তারা লাভবান হবেন।

কোটালীপাড়া উপজেলার কৃষক বলরাম বিশ্বাস আল-আমিন শেখ বলেন, অধিকাংশ কৃষি শ্রমিক এখন পেশা পরিবর্তন করেছেন। তারা অন্য পেশায় চলে গেছেন। জমিতে কষ্টের কাজ কেউ করতে চায় না। নতুন প্রজন্মও এ কাজে তেমন আসছে না। তাই আমাদের এলাকায় কৃষি শ্রমিকের বড় অভাব দেখা দিয়েছে। ফসল আবাদ, কর্তণসহ বিভিন্ন কাজে কৃষি শ্রমিক পাওয়া যায় না। আমরা ফসল ফলাতে ও ঘরে তুলতে বিপাকে পড়ে যাই।

তাই সরকার প্রধান আমাদের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে যান্ত্রিকী করণের উদ্যোগ নিয়েছেন। সরকারের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি আমরা নিচ্ছি। ফলে কৃষি যান্ত্রিকীকরণে উৎপাদন খরচ সাশ্রয় হচ্ছে। শ্রমিক খুবই কম লাগছে। এ পদ্ধতির চাষাবাদে সার-সেচ-বীজ পরিমানমত ব্যবহার করছি। এতে এগুলো সাশ্রয় হচ্ছে। সেই সাথে ফসল উৎপাদন বেড়েছে। এ কারণে কৃষি কাজে আমরা লাভবান হতে পারছি। [বাসস]

[#Boro paddy farmers #ইরিগেশন Irrigation Rice #ধান আমন ধান #কৃষক agri #সেচ মৌসুম ডিজেল #shop food #ভোজ্যতেল চিনি আটা #vegetable Vegetables mudi dokan #bazar #মুদি #বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার #নিত্যপণ্য দোকান #সবজি চাষ]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD