রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন




দিশারাদের নজর উন্নতিতে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩ ৩:২৯ pm
খেলা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা
file pic

২০২০, দক্ষিণ আফ্রিকায় ইতিহাস রচনা করে বাংলাদেশ যুব ক্রিকেট দল। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় জুনিয়র টাইগাররা। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরও বসেছে দক্ষিণ আফ্রিকায়। সেজন্য তরুণ বাঘিনীদের স্বপ্নটা বড়। দেশ ছাড়ার আগে অধিনায়ক দিশা বিশ্বাস জানান, আকবর আলীরাই তাদের অনুপ্রেরণা।

ব্যক্ত করেন শিরোপা জেতার প্রত্যয়। প্রত্যাশামাফিক শুরুটাও দারুণ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৭ উইকেটে। শক্তিধর প্রতিপক্ষকে হারিয়ে অবশ্য আত্মতুষ্টিতে ভুগছেন না অধিনায়ক দিশা। দিনদিন নিজেদের পারফরম্যান্সের উন্নতি করতে চান তিনি। আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়েই যাত্রা শুরু অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। প্রথম আসরের প্রথম ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৩০ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে দুই ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় ইয়ং টাইগ্রেসরা। পরে অধিনায়ক দিশা বিশ্বাস বলেন, ‘(অস্ট্রেলিয়াকে হারিয়েছি বলে) আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। দিনদিন উন্নতি করতে চাই আমরা।’

বাংলাদেশ ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ওয়ানডাউন ব্যাটার দিলারা আক্তারের। ৪২ বলে ৭ বাউন্ডারিতে ৪০ রান করেন তিনি। দিশা বিশ্বাসের ভাষ্য, দিলারাই জয়ের ভিত গড়ে দেন। তিনি বলেন, ‘দোলা আপুর (দিলারা) দুর্দান্ত ইনিংসটি ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। অন্য ব্যাটাররা তাকে যোগ্য সমর্থন যুগিয়েছে… স্বর্ণা, প্রত্যাশা এবং সুমাইয়া ভালো খেলেছেন।’ আফিয়া প্রত্যাশা ২৪, স্বর্ণা আক্তার ২৩* এবং সুমাইয়া আক্তার ৩১* রান করেন।

বাংলাদেশের জয়ের ম্যাচে আলাদাভাবে নজর কাড়েন আফিয়া প্রত্যাশা এবং স্বর্ণা আক্তার। বাংলাদেশের ইনিংসে হাঁকানো তিনটি ছক্কা আসে এই দুজনের ব্যাট থেকে। পাওয়ার হিটার প্রত্যাশা দুটি ছক্কা হাঁকান। ২২ বলে ২৪ রান করা প্রত্যাশার ইনিংসে ছিল দুটি চারও। মারকুটে এই ব্যাটারের প্রশংসা করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের কোচ দীপু রায় চৌধুরী বলেন, ‘সে আমাদের পিঞ্চ হিটার। তাকে এভাবেই প্রস্তুত করেছি আমরা।’

প্রত্যাশার মতো পাওয়ার হিটার নয় স্বর্ণা। শক্তি দিয়ে নয়, সাধারণত গ্যাপ শট খেলে ইনিংস লম্বা করা পছন্দ তার। রান তাড়ায় ১৭ ওভার শেষে ১১৫ রান ছিল বাংলাদেশের। অর্থাৎ, বাকি তিন ওভারে ১৬ রান প্রয়োজন টাইগ্রেসদের। এমন অবস্থায় বোলিংয়ে আসেন রিস ম্যাকআর্থার ম্যাকেনা। অজি পেসারের প্রথম বলে কোনো রান নিতে পারেননি স্ট্রাইকে থাকা স্বর্ণা আক্তার। দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান তিনি। তৃতীয় বলে ছক্কা। ২ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ইনিংস সাজান স্বর্ণা। কোচ দীপু চৌধুরী জানান, সেদিন জ্বর নিয়েই দুর্দান্ত পারফরম্যান্স দেখান স্বর্ণা। দীপু বলেন, ‘তার জ্বর ছিল এবং এই অবস্থাতেই খেলেছে। সত্যি বলতে, ম্যাচের পর তাকে ক্লান্ত দেখাচ্ছিল।’

দীপু চৌধুরীর বিশ্বাস, অদূর ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নেবেন স্বর্ণা আক্তার। তিনি বলেন, ‘তার উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। খুব শিগগির বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাবে সে। তার ব্যাটিং স্টাইল খুব সাবলীল এবং নির্ভয়। সে খুব আন্তরিক এবং ভালো মেয়ে। বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চায় সে।’

দীপু চৌধুরী জানান, বিশ্বকাপের জন্য যুতসই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বিশ্বকাপের বাংলাদেশ অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ এবং ১৮ পুরুষ দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছে তারা। ফলাফল দৃশ্যমান। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে সহজেই হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

কোচ দীপু চৌধুরী বলেন, ‘এই টুর্নামেন্টের জন্য লম্বা সময় ধরে পরিকল্পনা করছি আমরা। এই বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করার সুবিধা হলো, আপনার সব কথা পালন করবে তারা। গত বছর থেকে নির্দিষ্ট কিছু বিষয়ে তাদের উন্নতির পরামর্শ দিয়েছি আমরা। আর তারা খুব ভালোভাবে সেগুলো করছে।’

খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগানোর পন্থাও বলেছেন কোচ দীপু। তিনি বলেন, ‘আমি তাদের সঙ্গে প্রধান কোচের আচরণ দেখাই না। তাদের পরিবার মনে করি। ভালো পারফরম্যান্স দেখালে নিজেদের অর্থ খরচ করে তাদের উপহার দিই আমরা।’ দীপু চৌধুরী বলেন, ‘বেশিরভাগ খেলোয়াড়েরই পারিবারিক অবস্থা খুব ভালো নয়। দেশ এবং নিজের পরিবারের ভাগ্য বদলাতে তাদের স্বপ্ন দেখাই আমরা।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD