শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন




সংসদে ওবায়দুল কাদের

সংসদে ওবায়দুল কাদের : নসিমন-করিমন নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩ ১২:৪৯ pm
Electric Three wheelers vehicle wheeler tricycles tricycle motorcycles motorcycle সিএনজি থ্রি হুইলার বাঘ ভেহিকেল স্কুটার তিন চাকার গাড়ি সড়ক মহাসড়ক ইজিবাইক ব্যাটারিচালিত অটোরিকশা অটোটেম্পো যান্ত্রিক যানবাহন দুর্ঘটনা অটোমোবাইলস
file pic

অনুমোদনবিহীন ইজিবাইক, নসিমন ও করিমন নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নীতিমালা চূড়ান্ত হলে এসব যানের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের বেনজীর আহমদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। একই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে (৩১ ডিসেম্বর ২০২২) বিআরটিএর অনুমোদিত (রেজিস্ট্রেশনকৃত) গাড়ির সংখ্যা ৫৫ লাখ ৮২ হাজার ৩১০টি। বর্তমানে অনুমোদনবিহীনভাবে ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটি প্রভৃতি যানবাহন রাস্তায় চলাচল করছে। এ ধরনের যানবাহন নিয়ন্ত্রণের একটি নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে। নীতিমালা চূড়ান্ত হলে এ ধরনের যানের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ—বিষয়টি সত্য নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ ২০২০ সালে প্রকাশিত ওয়ার্ল্ভ্র হেলথ র্যাংকিং অনুসারে ১৮৩টি দেশের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহারে বাংলাদেশের অবস্থান ৮৮তম (মৃত্যুহার এক লাখে ১৬ দশমিক ৭৪ জন)। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ২০২০ সালে নেপাল, শ্রীলংকা, ভুটান ও ভারতের অবস্থান যথাক্রমে ৭২, ৮২, ৮৫ ও ৯০তম। অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিরাপদ সড়কের দিক থেকে ভারতের পরই আমাদের অবস্থান।’

তারেক-মামুনের পাচারকৃত অর্থ অবশ্যই ফিরিয়ে আনা হবে: সরকারদলীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, খালেদা জিয়ার পুত্র আরফাত রহমান কোকোর পাচার করা ৪০ কোটি টাকা এফবিআইয়ের সহায়তায় বাংলাদেশ ফেরত এনেছে। বিদেশের একটি ব্যাংকে তারেক রহমান ও তার বন্ধু মামুনের ৫০০ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। মামুন এখন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে কারাগারে। বিএনপির অনেক নেতারও বিভিন্ন দেশে টাকার হদিস পাওয়া গেছে। তদন্ত চলছে। অচিরেই তারেক-মামুনসহ বিএনপির নেতাদের এসব পাচারকৃত টাকার তথ্য জাতির সামনে উপস্থাপন এবং এ টাকাগুলো অবশ্যই ফিরিয়ে এনে জাতীয় অর্থনীতিতে যোগ করা হবে।

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আলোচনায় অন্যদের মধ্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, সরকারি দলের নুরুন্নবী চৌধুরী, উম্মে কুলসুম স্মৃতি, ডা. প্রাণগোপাল দত্ত, জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ বক্তব্য রাখেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD