বরফের চাদর গায়ে দিয়ে সোমবার ভোরে ঘুম ভেঙেছে বৃটেনের। দিনের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে দুই ইঞ্চি পর্যন্ত বরফ বা তুষারপাত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। বলা হয়েছে, পারদ স্তম্ভ নেমে যেতে পারে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে। এতে সেখানে চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা কমে যাওয়ায় অনেক স্থানে তুষার এবং বরফের সতর্কতা দেয়া হয়েছে।
সামনের কয়েকদিনে তাপমাত্রা আরও কমে যেতে পারে। এমনকি মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এ অবস্থা বিরাজমান থাকবে শুক্রবার পর্যন্ত। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে আর্কটিক অঞ্চল থেকে হিম ঠাণ্ডা ছুটে আসায় তাপমাত্রা মাইনাসে চলে গেছে।
সড়কগুলোতে চলাচলে বড় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরই মধ্যে কেন্টে বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এম২৫ এবং এম৬ মোটরওয়ের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে যানজট। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে নেটওয়াকে ভূমিধসের রিপোর্ট পাওয়া গেছে। এর আগে সারে’তে অ্যাডলেস্টোনে ‘মাটি তরল’ হয়ে গেছে বলে ট্রেন অপারেটররা ভিডিওতে বলছিলেন।
সবচেয়ে বেশি তুষারপাত হতে পারে ওয়েলস, স্কটল্যান্ডের উত্তরাঞ্চল এবং ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব ও উত্তরে সবচেয়ে বেশি তুষারপাত হওয়ার আশঙ্কা আছে। সোমবার স্থানীয় সময় রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ, ইংল্যান্ডের উত্তর-পশ্চিমে এবং ওয়েলসের উত্তরে তুষার ও বরফের হলুদ সতর্কতা দেয়ার কথা। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত স্কটল্যান্ডের উত্তরাঞ্চল একই পরিস্থিতিতে পড়বে বলে বলা হয়েছে।
ওদিকে ভারী বর্ষণে বন্যা সৃষ্টি হয়েছে ইয়র্কে। রোববার দিবাগত রাতে রিভার ওউসের পাশে বাড়িঘর, পাব এবং ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পানি সেচতে দেখা গেছে। অনেক প্রতিষ্ঠান পানিতে আংশিক ডুবে ছিল। বোর্নিমাউথে উইমবোর্নিতে অবস্থিত উলসব্রিজ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মকর্তা-কর্মচারীদের পারাপার করছিলেন উদ্ধারকারীরা। ডরসেট এবং এসেক্সের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছিল। সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। তাতে বিভিন্ন কার’কে দেখা গেছে প্রায় পুরোপুরি ডুবে গেছে।
তবে লন্ডনে তুষারপাত হয়নি। সোমবার এই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সোমবার সকালে সেখানে তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। ইংল্যান্ডের দক্ষিণে সোমবার স্থানীয় সময় রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত তুষারপাতের সতর্কতা দেয়া হয়।