বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৭ অপরাহ্ন




বাণিজ্যমেলায় ভিস্তা অ্যান্ড্রয়েড টিভিতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩ ৪:৪৩ pm
vista ভিসতা
file pic

জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। সপ্তাহের অন্যান্য দিন ক্রেতার মোটামুটি চাপ থাকলেও ছুটির দিনগুলোতে দেখা যায় বাড়তি ভিড়। এদিকে মেলা উপলক্ষে ভিস্তা অ্যান্ড্রয়েড টিভিতে চলছে নানা অফার। বিশেষ ছাড় দিয়ে টেলিভিশনগুলো বিক্রি করা হচ্ছে। ছাড় দিয়ে টেলিভিশন কিনতে ক্রেতারাও স্টলে ভিড় জমাচ্ছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ভিস্তা অ্যান্ড্রয়েড টিভির স্টলে সরেজমিনে গিয়ে এমনই চিত্র চোখে পড়ে।

জানা যায়, মেলা উপলক্ষে ভিস্তা অ্যান্ড্রয়েড টিভিতে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে ছাড় দিয়ে ৫৫ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি ৫৫ হাজার টাকায়, ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি ২৯ হাজার ৯০০ টাকা, ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি ৪৭ হাজার ৯০০ টাকা, ৭৫ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি ১ লাখ ৬৯ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

সাকিবুল সাকি নামে এক ক্রেতা জানান, আমরা ইলেকট্রনিকস স্টলগুলোতে ঘুরছি। অন্য সবার দোকানের চেয়ে এখানে টিভির মূল্য কম মনে হচ্ছে। ভিস্তা থেকে পরিবারের জন্যে একটি অ্যান্ড্রয়েড টিভি কিনতে পারি।

জান্নাতুল তাসফিয়া নামে এক দর্শনার্থী জানান, ভিস্তার স্টলটির অ্যান্ড্রয়েড টিভিগুলো দেখতে আকর্ষণীয়। স্টলে প্রবেশ করে জানতে পারলাম, তারা বানিজ্যমেলা উপলক্ষে বিভিন্ন অ্যান্ড্রয়েড টিভিতে ব্যাপক ডিস্কাউন্ট দিচ্ছে।

ভিস্তা অ্যান্ড্রয়েড টিভির স্টলের ইনচার্জ পলাশ মধু জানান, বাণিজ্যমেলা উপলক্ষে আমাদের পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি। আজ বাণিজ্যমেলার ১৯তম দিন। আজ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিস্তার স্পেশাল অফার চলবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD