বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট) তামার তারে চোর পড়েছে চোরদের। গেল ১০ মাসে একাধিক অভিযান ৩৮ জনকে আটক করেছে আইনশৃংখলাবাহিনী। এ সময় উদ্ধার হওয়া চোরাই সামগ্রীর দাম ৫৮ লাখ টাকারও বেশি।
সবর্শেষ বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে চোরাই চক্রের ৩ সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। কেন্দ্রের প্রধান ফটক থেকে তাদের ধরা হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে ৯ কেজির বেশি তামার তার উদ্ধার করে আনসার সদস্যরা।
এই নিয়ে গেল ১০ মাসে ৫২টি অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৫৮ লাখ ৬ হাজার ৩০০ টাকার মালামাল উদ্ধার ও ৩৮ জন চোরকে আটক করে পুলিশে সোপর্দ করল আনসার সদস্যরা।
সর্বশেষ আটক ব্যক্তিরা হলেন খুলনা শহরের জিরোপয়েন্ট এলাকার মো. আবু সোলেমান আকোনের ছেলে মো. মামুন আঁকন (২৩), মো. নাঈম শেখের ছেলে মো. বিল্লাল শেখ (২০) এবং বাগেরহাটের রামপাল উপজেলা সদরের ইমন শেখের ছেলে মো. ইমরান শেখ (২১)। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, আটক চোরদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মালামালসহ চোরদের থানায় সোপর্দ করা হবে।