২০১৪ সালে প্রথম দফায় বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে যাত্রা শুরু করেন চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় দফায় আবার কাজ শুরু করার অপেক্ষায় এই লঙ্কান কোচ। হাথুরুর ফেরার খবরে অনেকেই কথা বলেছেন। এর মধ্যে বেশ উচ্ছ্বসিত ঢঙে কথা বললেন পেসার তাসকিন আহমেদ। লঙ্কান এই কোচের নতুন করে ফেরার খবরে বেশ রোমাঞ্চিত তিনি।
হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজেই ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু তাসকিনের। ভারতের বিপক্ষে অভিষেকে ৫ উইকেট নিয়ে শুরুতেই কোচের মন জয় করেন তিনি। পরে তিন বছরের বেশি হাথুরুসিংহের কোচিংয়েই নিজেকে এগিয়ে নেন বাংলাদেশের গতি তারকা। ফলে হাথুরুর সঙ্গে একটা আত্মিক সম্পর্ক আছে তাসকিনের।
চোটের কারণে বিপিএলে ঢাকার হয়ে শেষ ম্যাচটি খেলা হয়নি তাসকিনের। আছেন ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে। বুধবার বিসিবি একাডেমিতে হালকা রানিং করেন তিনি। শুক্রবার থেকে বোলিংয়ে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
পরে দুপুরে তাসকিন হাজির হন রিয়েলম্যান বডি স্প্রে ও পারফিউমের শুভেচ্ছাদূত হওয়ার অনুষ্ঠানে। সেখানে হাথুরুসিংহে প্রসঙ্গটাও ওঠে অনুমিতভাবে। তাসকিন বলেন, ‘আমি রোমাঞ্চিত যে আমাদের সেই আগের হাথুরুসিংহে কোচ আসছেন। সে যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ। নিশ্চিতভাবে তার সঙ্গে… ভালো হবে। আমাদের মাঝে ওই সময় যারা অনেক তরুণ ছিলাম ওরা আগের থেকে অনেকটা পরিণত। দলের অবস্থান আরও ভালো।’
সামনে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। ইংলিশদের বিরুদ্ধে সিরিজ কঠিন হবে বলেই মানছেন তাসকিন। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই সহজ হবে না। সব সংস্করণেই ওরা বড় দল, শক্তিশালী দল। তবে আমাদের বিশ্বাস ঘরের মাটিতে আমরাও অন্যতম শক্তিশালী দল। লড়াই হবে ইনশাআল্লাহ এবং আমরা সেরাটাই দেব।’
নিজের ইনজুরি নিয়ে তাসকিন বলেন, ‘আমার রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শুরু হয়েছে, সকালে ট্রেনিং করে আসছি। বোর্ডের প্ল্যান অনুযায়ী আমি আগাচ্ছি। আশা করছি খুব দ্রুত শর্ট রান আপে বোলিং শুরু করব।’