শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন




টিকটক প্ল্যাটফরমে আমার কোনো আইডি নেই: প্রভা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৫৭ pm
Sadia Jahan Prova model television actress ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা Prova
file pic

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের কাজের প্রচারের পাশাপাশি মনের অনুভূতিগুলোও হরহামেশা তিনি প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি নিজের ভুয়া টিকটক আইডি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তিনি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজের এসব ফেইক টিকটক অ্যাকাউন্টগুলোতে রিপোর্ট করার অনুরোধ করে প্রভা লিখেছেন, আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইবো।

টিকটক প্ল্যাটফরমে আমার কোনো আইডি নেই। ইতিমধ্যে যারা যারা ভেবেছেন যে, এটা আমার মনে করে ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারে আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই আইডিগুলোতে রিপোর্ট করে চিরতরে বন্ধ করে দেয়ার জন্য সাহায্য করবেন।

অভিনেত্রী আরও লেখেন, এটা আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এই আইডিগুলো ব্যবহার করছেন, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই।

বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। আশা করি আপনারা আমার এই অনুরোধ রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন। প্রভার এই পোস্টে অনেকেই তাকে বিষয়টি সমাধানের জন্য পরামর্শ দিয়েছেন। প্রভাও তাদের মন্তব্যে সাড়া দিয়ে বোঝার চেষ্টা করছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD