নতুন করে খোলা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাতটি কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে খোলা আইসিটি, ল্যাংগুয়েজ, এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল মার্কেটিং, অ্যকাউন্টিং অ্যান্ড বিজনেস টেকনোলজি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পিজিডি কোর্সে ভর্তি চলছে। আবেদনের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয় চাকরির চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিভিন্ন শর্ট কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাসহ (পিজিডি) বিভিন্ন দক্ষতামূলক কোর্স চালু করার উদ্যোগ নেয়। এছাড়া অনার্সে ল্যাংগুয়েজ, আইসিটি ও একটি সফট স্কিল বাধ্যতামূলক করবে ছাত্রসংখ্যায় দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়টি। এরই ধারাবাহিকতায় সাতটি পিজিডি কোর্স চালু করা হলো।