রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন




১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

রংপুর জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য সজীব ওয়াজেদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩২ am
Prime Minister Sheikh Hasina's ICT Adviser Sajeeb Wazed Joy সজীব ওয়াজেদ জয়
file pic

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করে রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটিতেও তিনি ১ নম্বর সদস্য ছিলেন। কমিটিতে একজন আহ্বায়ক এবং ৩ জন যুগ্ম আহ্বায়ক এবং বাকি ৯৭ জনকে সদস্য পদে রাখা হয়েছে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার (১১ ফেব্রুয়ারি) আহ্বায়ক কমিটি অনুমোদন দিলেও তা আজ রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশ করা হয়।

নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন এ কে এম ছায়াদত হোসেন বকুল। যুগ্ম আহ্বায়ক হয়েছেন, অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। ৭৫ সদস্য বিশিষ্ট বিলুপ্ত কমিটির কোষাধ্যক্ষ মোজতবা আলী রিপনকে বাদ দিয়ে প্রায় সবাই রয়েছেন এই আহ্বায়ক কমিটিতে। নতুন করে যুক্ত হয়েছেন ২৬ জন। এর মধ্যে সদ্য সাবেক কয়েকজন ছাত্রলীগের নেতা এবং সাবেক নেতাও যুক্ত হয়েছেন।

অনুমোদনকৃত কমিটিতে আগের কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু সদস্য হিসেবে রয়েছেন। কমিটিতে স্থান পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

এ বিষয়ে রংপুর জেলা আওয়মা লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জানান, নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রংপুরে নৌকার দুর্গ গড়ে তুলবো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD