রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন




নাচ গান কবিতায় ঋতুরাজকে বরণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১:৪০ pm
temperature গরম গাছ মুকুল পুষ্প বৃক্ষ মুকুট ফাল্গুন ফাগুন শিমুল বাগান falgun world valentine day বিশ্ব ভালবাসা দিবস হ্যাপি ভ্যালেন্টাইন ডে Golap Gram Rose Village beautiful place Flower Tagetes erecta Southern Cone Marigold plant Tagetes minuta গন্ধা গন্ধা গেন্ধা গেনদা গাঁদা সুগন্ধি ফুল গাছ বাগান চাষ গাঁদা ফুল Marigold gada Flower golap springtime four temperate seasons summer Spring ফাল্গুন চৈত্র মাস বসন্ত ঋতু ঋতুরাজ বসন্ত
file pic

‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে’—সুরের এমন অবগাহনে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তাকে সবার মরমে পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মুক্তমঞ্চে সকাল থেকে শুরু হয়েছে ‘বসন্ত বরণ’ আয়োজন। একই সঙ্গে মম চিত্তে দোলা দিচ্ছে ভালোবাসা দিবসের অনুরণন।

প্রতিবছরের মতো মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) চারুকলা অনুষদের বকুলতলায় সকাল ৭টা থেকে সমবেত বাদ্যযন্ত্র ও রাগাশ্রয়ী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। ‘জাতীয় বসন্ত উৎসব উৎযাপন পরিষৎ’ আয়োজিত এই অনুষ্ঠান চলে সকাল ৯টা পর্যন্ত। বিকালে চারুকলায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

ঋতুরাজের আগমনে প্রকৃতির সঙ্গে সঙ্গে বর্ণিল সাজে সেজেছে বসন্তপ্রেমীরাও। বাসন্তী রঙের শাড়ি, নানা রঙের পাঞ্জাবি এবং রঙিন ফুলে নিজেকে সাজিয়ে নানা বয়সের মানুষ হাজির হয়েছেন মুক্তমঞ্চে। গানের তালে তালে চলে নৃত্য পরিবেশনা। সেইসঙ্গে আবৃত্তি, গানে মন্ত্রমুগ্ধ সবাই। এ যেন এক প্রাণের উৎসব।

বসন্ত বরণ অনুষ্ঠানে অংশ নিতে আসা তরুণী তানিশা তারান্নুম জানান, ভালোবাসা আর বসন্তের একটিই বিন্দু।মানুষ প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির সাথে মানুষের মনের অবিচ্ছেদ্য মিল রয়েছে। আর সেই কারণে কোনও মানুষই বসন্তকে উপেক্ষা করতে পারে না। সেই টানেই সকালে বন্ধু বান্ধব সবাই মিলে হাজির হয়েছি চারুকলার বকুল তলায়।

অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী আহসান উল্লাহ তমাল ও নুসরাত ইয়াসমিন রুম্পার সঞ্চালনায় এসময় একক আবৃত্তি পাঠ করেন ভাস্বর বন্দোপাধ্যায় ও নায়লা তারাননুম চৌধুরী কাকলি। সংগীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, সালমা আকবর, লাইসা আহমেদ লিসা, প্রিয়াংকা গোপ, বিমান চন্দ্র বিশ্বাস ও সুচি দেবনাথ। দলীয় সংগীত পরিবেশন করে গীতাঞ্জলি, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা ও বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (ওয়াইজঘাট)।

দলীয় নৃত্য পরিবেশন করে সুরঙ্গমা, ধৃতি, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, নৃত্যম, ভাবনা, গৌড়ীয় নৃত্য সারথী, নৃত্যনন্দন, সাধনা সংস্কৃতি মন্ডল, স্পন্দন। এ ছাড়াও ছিল আদিবাসী চাকমাদের দলীয় নৃত্য পরিবেশনা।

‘বসন্ত কথন’ শীর্ষক প্রথম পর্বের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD