মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন




তুরস্কে একই পরিবারের আরও ৪ লাশ উদ্ধার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ৬:১৯ pm
quake Earthquake ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প
file pic

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযানের পঞ্চম দিনে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। দেশটির আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় মঙ্গলবার রাতে ৮ ঘণ্টার দুঃসাহসিক ও রুদ্ধশ্বাস এ উদ্ধার অভিযান অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার চারজনের মধ্যে রয়েছেন- বাবা-মা ও তাদের দুই সন্তান।

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে তাদের উদ্ধারকর্মীসহ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এ নিয়ে মোট ২০ জনকে উদ্ধার করেছেন। এর মধ্যে একজন জীবিত ও বাকি ১৯ জন মৃত।পরে তাদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার কাজ ওই দিনের মতো শেষ করা হয়।

মঙ্গলবারের উদ্ধার কাজে বাংলাদেশের উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারী দলের সদস্যরাও অংশ নেন।বাংলাদেশ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ করে তারা ক্যাম্পে ফিরে গেছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD