বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন




নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নিয়ে ‘অবান্তর’ বিতর্ক চান না সিইসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ৫:৫১ pm
Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার সিইসি ইসি cec ec election
file pic

রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তিকে নিয়ে ‘অবান্তর’ কোনো বিতর্ক অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে মো. সাহাবুদ্দিনের কোনো ধরনের অযোগ্যতা নেই বলেও জানান তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।

একক প্রার্থী থাকায় সোমবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাহাবুদ্দিনকে ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি।

দুদকের আইন অনুযায়ী, কমিশনাররা লাভজনক কোনো পদে যেতে পারেন না। রাষ্ট্রপতি পদ লাভজনক, নাকি লাভজনক নয়, তা নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে।

মঙ্গলবার এ নিয়ে নির্বাচন কমিশনার আলমগীর জানান, রাষ্ট্রপতি পদ লাভজনক নয়। পরের দিন এ নিয়ে আবার কথা বললেন সিইসি।

নবনির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা মো. সাহাবুদ্দিন একসময় জেলা ও দায়রা জজ ছিলেন। পরে তিনি দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রশ্নে (যদি) এ ধরনের অবান্তর বিতর্ক সৃষ্টি করা হয়, সেটা হবে অনাকাঙ্ক্ষিত।’

সংবিধান, আইন ও আদালতের রায় পর্যালোচনা করে নির্বাচনী কর্তা ও সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে মো. সাহাবুদ্দিনের কোনো ধরনের অযোগ্যতা নেই।

এ নিয়ে ১৯৯৬ সালের সাহাবুদ্দীন আহমদ বনাম আবু বকর সিদ্দিক মামলাটির রায়ের আদেশ পড়ে শোনান সিইসি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD