বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন




ঢাকায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক এক্সপো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ৯:০১ pm
air conditioner Air conditioning indoor air Walton AC Dhaka International Trade Fair DITF ওয়ালটন এসি স্মার্ট এয়ার কন্ডিশনার বাণিজ্য মেলা বাণিজ্যমেলা
file pic

দেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের ইলেকট্রিক পণ্য সামগ্রীর রপ্তানি বৃদ্ধির লক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ৭ম ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক এক্সপো বাংলাদেশ ২০২৩। আগামী ৯ মার্চ ২০২৩ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ৩ দিনব্যাপি এ মেলার যৌথ আয়োজনে রয়েছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেণ্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন-বিমা ও ওয়েম বাংলাদেশ লিমিটেড। মেলায় ১৫০টি ব্র্যান্ডের ১২০টি স্টল , ৪০ জন বিদেশি প্রতিনিধি, ৮০ জন একক্সিবিউটর্স অংশ নিবেন।

এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেণ্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আফতাব জাবেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই ‘র ভাইস প্রেসিডেন্ট মীর নিজাম উদ্দিন আহমেদ, বিইসিএমএ’র ভাইস প্রেসিডেন্ট এ. বি. এম আরশাদ হোসেন, বিমা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম আজাদসহ -সভাপতি মমিনুর রহমান মিঠু , এসএমই ফাউন্ডেশনের পরিচালক এনায়েত হোসেন চৌধুরী, বিমা পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান আজিবর রহমান, বিপিসি’র নির্বাহী কর্মকর্তা এস এম আনোয়ার হোসেন, ওয়েম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ আরিফ ও পরিচালক মার্কেটিং নাছিমুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক এ মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া তাদের উৎপাদিত ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করবে। ৯ মার্চ মেলাটি শুরু হয়ে শেষ হবে ১১ মার্চ। মেলায় পণ্য প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিটুবি ও বিটুসি মিটিং এর সুযোগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

মেলায় প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন, গোল্ড স্পন্সর বিআরবি ক্যাবলস এবং সিলভার স্পন্সর গ্লোরিয়া ও উইকন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD