শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন




‘ফিফা দ্য বেস্ট’ জিততে চলেছেন মেসি, তথ্য ফাঁস!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:০৩ am
Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি
file pic

এবারের বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীত হয়ছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমা। চলতি মাসের শুরুর দিকে মনোনীতদের নাম ঘোষণা করেছিল ফিফা। তবে অনুষ্ঠানের আগের দিনই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম!

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্যারিসে অনুষ্ঠিত হবে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠান। বাংলাদেশ সময় দ্য বেস্ট অ্য়াওয়ার্ডস দেওয়া শুরু হবে রাত আটটায়।

কে হচ্ছেন এবারের বর্ষসেরা? এ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। তবে এর আগেই বোমা ফাটিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার। তিনি জানিয়েছেন, এবার এই পুরস্কার জিততে চলেছেন পিএসজি-র অ্যাটাকার ও বিশ্বকাপ জয়ী মেসি। এমনটি হলে ২০১৯ সালের পর আবারও এই পুরস্কার জিততে চলেছেন তিনি।

কাতারে বহুল প্রতিক্ষীত স্বপ্নের বিশ্বকাপ জিতেছেন মেসি। সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে হাতে তুলেছিলেন আসরের গোল্ডেন বল। এছাড়া মেসি জাদুতেই ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে, মূলত এসব কারণে ফিফা দ্য বেস্ট জিতবেন ফুটবল জাদুকর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD