চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবস্থানরত সাবেক ও বহিষ্কৃত শিক্ষার্থীদের আগামী ১৫ মার্চের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে মাদক বিক্রি ও সেবন বন্ধ করতে ক্যাম্পাস এলাকায় নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যন্ড ডিসিপ্লিন সভার সদস্যদের সম্মতিতে গত ৯ জানুয়ারি প্রদত্ত সুপারিশ-১ ও সুপারিশ-২ বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। ওই সুপারিশে আলোকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানকারী মাদকাসক্ত, ক্যাম্পাস ও সংলগ্ন সম্ভাব্য মাদক বিক্রির স্থান ও মাদক সেবনের চিহ্নিত জায়গায় নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হল ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অবস্থানকারী ছাত্রত্ববিহীন (সাবেক/বহিষ্কৃত শিক্ষার্থী) ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন ব্যক্তিদের আগামী ১৫ মার্চ তারিখের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয়া হয়। নির্ধারিত ১৫ মার্চের পর ক্যাম্পাস এলাকায় ছাত্রত্ববিহীন ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কাউকে পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ জানান, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের নানা ঘটনায় সাবেক কিংবা বহিষ্কৃতদের যোগসাজসের বিষয়টি জানা যায়। সে জন্য বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যন্ড ডিসিপ্লিন সভার সদস্যদের সম্মতিতে ১৫ মার্চের মধ্যে তাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া অনান্য গুরুত্বপূর্ণ বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।