মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন




চ্যাম্পিয়নস লীগে খেলবেন নেইমার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ৬:৫৯ pm
Brazil national football team Neymar da Silva Santos ব্রাজিল জাতীয় ফুটবল দল নেইমার দ্য সিলভা সান্তোস
file pic

চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। যে কারণে পিএসজির সবশেষ ম্যাচ খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। গত ১২ দিনে যোগ দিতে পারেননি কোনো ট্রেনিং সেশনে। সমর্থকদের সুসংবাদ দিয়েছে লেকিপ। ফরাসি গণমাধ্যমটি জানিয়েছে, চ্যাম্পিয়নস লীগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে খেলতে পারবেন নেইমার।

গত ১৯শে ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে লিলকে ৪-৩ গোলে হারায় পিএসজি। দলের জয়ে এক গোলে অবদান রাখেন নেইমারও। তবে সেই ম্যাচেই গোড়ালিতে চোট পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যে কারণে লিগ ওয়ানে পিএসজির সবশেষ ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। লেকিপ জানিয়েছে, আগামীকাল লিগ ওয়ানে নঁতের বিপক্ষেও অনিশ্চিত তিনি। তবে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে খেলতে পারবেন নেইমার।

লেকিপের প্রতিবেদনে বলা হয়, ইউসিএলের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছেন নেইমার। এখনও তিনি গোড়ালির চোটের চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া পিএসজিও এখনও নেইমারের বাদ পড়া প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানায়নি।
আগামী ৮ই মার্চ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে পিএসজিকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। আগের লেগে ১-০ গোলের জয় পায় বাভারিয়ানরা। তাই দ্বিতীয় লেগে পিএসজির আক্রমণভাবে নেইমারের উপস্থিতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন নেইমার। লিগ ওয়ানে ২০ ম্যাচ খেলে ১৩ গোল ব্রাজিলিয়ান তারকার। সতীর্থদের দিয়ে করান ১১টি গোল। চ্যাম্পিয়নস লীগে ৬ ম্যাচে ২ গোল এবং ৩ অ্যাসিস্ট নেইমারের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD