বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন




ছুটির দিনে জমজমাট পর্যটন মেলা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ৭:২৪ pm
Tourism Fair Cox’s Bazar beachfront Sea Beach সমুদ্র সৈকত কক্সবাজার Tourism ভ্রমণ পর্যটন ট্রাভেল ট্যুরিজম Bangladesh Parjatan Corporation ট্যুরিজম ফেয়ার mela Tourism Fair
file pic

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে চলছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ১১তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় পর্যটন মেলায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলা চলবে আগামী ৪ঠা মার্চ পর্যন্ত।

শুক্রবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ছুটির দিন হওয়ায় জমজমাট ছিল মেলা প্রাঙ্গণ। মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবারের মেলায় ৩টি হলে ১৪টি পেভিলিয়নসহ ১৪৬টি স্টল রয়েছে। মেলায় অংশ নেয়া বিক্রেতা ও প্রতিষ্ঠান মালিকরা জানালেন মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভালো সাড়া মিলছে। এতে সন্তুষ্ট তারা৷

মেলায় কথা হয় এক দম্পতির সঙ্গে। রেলওয়ে কর্মকর্তা তিনি থাকেন রাজধানীর শাজাহানপুর এলাকায়। তারা কক্সবাজার যাবেন। ডিসকাউন্টে রিসোর্ট বুক করতে এসেছিলেন তারা। তারা বলেন, সত্যি বলতে রিসোর্ট বুক করলাম, সেটা মুখ্য উদ্দেশ্য হলেও মূলত মেলা ঘুরে দেখতেই এলাম আসলে। দেখলাম। মেলার আয়োজনটা ভালো লেগেছে। বেশ জমজমাট।

নিলয়-সুরমা দম্পতি। সম্প্রতি বিয়ে করেছেন তারা। অফিস আর সংসারের ঝামেলায় হানিমুনে যাওয়া হয়নি নানা ব্যস্ততায়। তাই দুজনেই এসেছেন পর্যটন মেলায়। লক্ষ্য সাধ্যের মধ্যে একটি ট্রাভেল প্যাকেজ কেনা। শেষমেশ কিনলেনও।

চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ যাওয়ার কথা ইমাম হোসেনের। তিনি এসেছিলেন ঢাকা-ব্যাংকক রুটের ফ্লাইট শিডিউল ও টিকেট সংক্রান্ত খোঁজখবর নিতে। জানতে চাইলে তিনি বলেন, আমার লিভারে সমস্যা আছে। বাংলাদেশে ডাক্তার দেখিয়েছি৷ বিশেষ লাভ হয়নি। এক আত্মীয়র পরামর্শে তাই থাইল্যান্ড যেতে চাওয়া। তো, বুঝতেই পারছেন সে সংক্রান্ত খোঁজখবর নিতেই মেলায় আসা।

মেলায় ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করেছে। পাশাপাশি, আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, হসপিটাল প্রদর্শক হিসেবে মেলায় অংশগ্রহণ করেছে।

এবারের মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।

মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন এবং দেশের পর্যটন গন্তব্যের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকছে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা তবে ছাত্রছাত্রী ও মুক্তিযুদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত। তিন দিনব্যাপী মেলার শনিবার (৪ মার্চ) পর্দা নামার কথা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD