বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৯ অপরাহ্ন




খালেদা জিয়া রাজনীতি করবেন কিনা, তা আদালতের বিষয়: কাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৮:৪২ pm
Obaidul Quader General Secretary of Bangladesh Awami League kader আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের qader
file pic

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার রাজনীতির বিষয়টা আদালতের এখতিয়ার। প্রধানমন্ত্রী মানবিক কারণে তাকে বাসায় থাকতে দিয়েছেন। এর মানে এই নয়, তার সাজা বাতিল হয়ে গেছে। তিনি রাজনীতি করবেন, না নির্বাচন করবেন— সেটা আদালতের জাজমেন্টের বিষয়।’

শুক্রবার দুপুরে ঢাবির মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে শুধু আওয়ামী লীগের নেতাদের অতিথি করায় ক্ষোভ প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে বিভিন্ন দলের লোক ছিলেন। কিন্তু এখানে অনেককে দেখতে পাচ্ছি না। একটি দল নিয়ে অ্যালামনাই প্রোগ্রাম করবেন, এটি হতে পারে না। কয়েকটি জায়গা রাজনীতির বাইরে রাখতে হয়।’

তিনি বলেন, ‘কোনো মন্ত্রীকে এখানে প্রধান অতিথি করতে হবে, এর সঙ্গে আমি একদম একমত নই। অ্যালামনাই প্রোগ্রামে সবাইকে দাওয়াত করবেন, সবাই এসে কথা বলবে। আমরা এখানে মুহসীন হলের প্রাক্তন আবাসিক শিক্ষার্থী হিসেবে আসব, আড্ডা দেব, একসঙ্গে খাব, পুরোনো দিনের স্মৃতিচারণ করব, হাসিখুশিতে সময় কাটিয়ে দেব। কোনো প্রধান অতিথির দরকার নেই, কোনো মন্ত্রীর দরকার নেই, মন্ত্রীরা আবাসিক শিক্ষার্থী হিসেবে এখানে আসবেন। ভবিষ্যতে যেন আজকের এ বিষয়টির পুনরাবৃত্তি না হয়, সেটি স্মরণ করিয়ে দিতেই আমি এখানে দাঁড়িয়েছি। আমি প্রধান অতিথি হিসেবে কিছু বলছি না।’

জুমার দিনে বক্তব্য দীর্ঘ করায় সেতুমন্ত্রী বলেন, ‘আজ শুক্রবার। নাম বলে বলে আপনারা অর্ধেক সময় নষ্ট করেছেন, বিশেষ করে রাজনীতির এত বেশি বিশেষণ। বক্তব্য দেওয়ার জন্য ৫ মিনিট সময় দিলে ৫ মিনিট সময় চলে যায় বিশেষণে। সব জায়গায় রাজনীতি করতে চাই না।’

ডাকসু নির্বাচন না করা প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ডাকসু নির্বাচন প্রতিবছরই হয়। এটা করতে না পারা প্রশাসনেরই ব্যর্থতা। এতে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD