অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডে মাশফারীকে পেছনে ফেললেন সাকিব আল হাসান। গতকাল রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
এতে ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতে টাইগাররা। এই জয়ে মাশরাফীকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ম্যাচজয়ী অধিনায়কের তালিকার দ্বিতীয় স্থানে উঠলেন সাকিব।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফীর অধীনে ২৮ ম্যাচে ১০টিতে জয়, ১৭টিতে হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। আর সাকিবের নেতৃত্বে ৩৩ টি-টোয়েন্টিতে ১১ জয়ের পাশাপাশি বাংলাদেশ হেরেছে ২২টি। এই তালিকার শীর্ষে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ডানহাতি এই ব্যাটারের অধীনে ৪৩ ম্যাচে ১৬ জয়, ২৬ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
নাম ম্যাচ জয় হার পরিত্যক্ত
মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩ ১৬ ২৬ ১
সাকিব আল হাসান ৩৩ ১১ ২২ ০
মাশরাফী ২৮ ১০ ১৭ ১
মুশফিকুর রহিম ২৩ ৮ ১৪ ১
নুরুল হাসান সোহান ৫ ৩ ২ ০