বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন




আয়ারল্যান্ড সিরিজেই অনলাইনে টিকিট!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৪:০৫ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

ডিজিটাল বাংলাদেশে অনেক কিছু ডিজিটাল হলেও ক্রিকেট ম্যাচ দেখতে এখনও পুরনো পদ্ধতিতেই টিকিট কাটতে হচ্ছে। আগে বেশকিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রি হলেও গত কয়েক বছর ধরে সেটি বন্ধ। অবশেষে আয়ারল্যান্ড সিরিজ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা করেছে বিসিবি। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর অনুষ্ঠানে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এমন তথ্য জানিয়েছেন।

সর্বশেষ বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজেও লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হয়েছিল। আগামী ১৮ মার্চ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ শুরু হবে। তাতে নির্ধারিত বুথ ছাড়া বিসিবি অনলাইনের মাধ্যমেও টিকিট বিক্রি করবে। অনলাইনে টিকিট বিক্রয়ের ঘোষণা আসলেও কীভাবে, কোন প্রক্রিয়ায় সেটি করা হবে তার বিস্তারিত বিসিবি জানায়নি। আজ-কালকের মধ্যেই এ ব্যাপারে সব সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা।

জানা গেছে, নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই (https://www.tigercricket.com.bd/buy-ticket) বিসিবি অনলাইনে টিকিট বিক্রি করবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। অস্থায়ী বুথেও কিছু টিকিট কেনার ব্যবস্থা রাখা হবে। যারা অনলাইনে টিকিট কিনবেন তাদের অবশ্য নির্ধারিত বুথে গিয়ে অনলাইনের ক্রয়কৃত টিকিটের রশিদ দেখিয়ে মূল টিকিট সংগ্রহ করতে হবে। বিসিবির গেটগুলোতে স্ক্যানার মেশিন না থাকাতেই মূলত এই সিস্টেমে যেতে হচ্ছে। তবে বিসিবি থেকে জানা গেছে, আস্তে আস্তে এই প্রক্রিয়ার উন্নতি হবে।

১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে ২০ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের প্রথম দুটি ওয়ানডে শুরু দুপুর দুইটায়। ২৩ মার্চ একই ভেন্যুতে শেষ ম্যাচটি আধঘণ্টা দেরিতে শুরু হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দিন প্রথম রোযা। ইফতারের সময় প্রথম ইনিংসের বিরতি যেন দেওয়া যায়, সেই কারণেই মূলত ওই ম্যাচটি দুপুর আড়াইটায় দেওয়া হয়েছে।

ওয়ানডে সিরিজ শেষ করে ২৪ মার্চ দুই দল চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। ২৭, ২৯ ও ৩১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ দুপুর ২টায়। পরদিন ঢাকায় ফিরে দু’দিন অনুশীলন করে ৪ এপ্রিল বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্ট খেলবে আয়ারল্যান্ড।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD