বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন




ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ৮:৪০ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb
file pic

আক্ষেপ রয়ে গেলো। সাকিব আল হাসান আর তৌহিদ হৃদয় ‘নার্ভাস নাইন্টিজে’ কাটা পড়লেন। এটুকু আক্ষেপ বাদ দিলে বাংলাদেশের ব্যাটিংটা যেমন হলো, ওয়ানডেতে এর চেয়ে সুন্দর দিন আর আসেনি টাইগারদের।

সিলেটে সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশ বোলারদের তুলোধুনো করে ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ৮ উইকেটে তুলেছে ৩৩৮ রান।

এর আগে টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ছিল ৩৩৩ রানের। ২০১৯ বিশ্বকাপে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়ায় এই সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। যদিও ম্যাচটিতে জিততে পারেনি টাইগাররা, অসিরা এর আগেই ৩৮১ রানের পাহাড় গড়ে বসে।

ওই বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। যেটি কিনা এখন তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে না পারলেও প্রোটিয়াদের বিপক্ষে ঠিকই জিতেছিল টাইগাররা।

শুক্রবার নিয়ে মোট ২৪ বার বাংলাদেশ ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করেছে। ৩৩০ বা তার বেশি করেছে আজসহ মোট ৩ বার।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD