রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:২৪ অপরাহ্ন




নগদ লভ্যাংশ দেবে ব্যাংক এশিয়া

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ১২:১২ pm
Bank Asia Limited ব্যাংক এশিয়া লিমিটেড
file pic

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

এ ছাড়া বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৩০ এপ্রিল। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।

১৮ মার্চ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যানুসারে, দেখা গেছে, ২০২২ সালে ব্যাংক এশিয়ার একক ও সমন্বিত আয় বেড়েছে। ব্যাংক এশিয়ার সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। ২০২১ সালে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৬২ পয়সা।

একই সময়ে ব্যাংকটির নিট সম্পদমূল্যও বেড়েছে। ২০২২ সালে তাদের সমন্বিত নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৬ দশমিক ৩০ কোটি টাকা; ২০২১ সালে যা ছিল ২ হাজার ৭২০ দশমিক ৩০ কোটি টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৪১ পয়সা; ২০২১ সালে যা ছিল ২৩ টাকা ৩৩ পয়সা।

তবে ২০২২ সালে ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো কমেছে। ২০২১ সালে সমন্বিতভাবে যা ছিল ১৫ টাকা ২৩ পয়সা, ২০২২ সালে তা কমে হয়েছে ১৩ টাকা ৮২ পয়সা।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD