রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:৩৬ অপরাহ্ন




প্রথমবার ফোক গানে ন্যানসি

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ৮:১০ pm
singer Nazmun Munira Nancy nancy ন্যান্সি নাজমুন মুনিরা ন্যান্সি ন্যানসি গায়িকা
file pic

মিষ্টি-সুরেলা কণ্ঠে বাংলা গানে নিজস্বতার ছাপ রেখেছেন ন্যানসি। রোম্যান্টিক ধাঁচের গানেই তার সাফল্যের হার বেশি। তবে বিরহের গানেও পাওয়া গেছে তাকে। কিন্তু কখনও ফোক তথা লোকগানে কণ্ঠ দেননি। ফলে ন্যানসির গায়কীতে লোকজ সুর কেমন শোনাবে, তা জানার সুযোগ হয়নি শ্রোতাদের।

এবার সেই শূন্যস্থান পূরণ করলেন ন্যানসি। প্রথমবার গলায় তুললেন ফোক গান। এর নাম ‘হাঁসফাঁস’। গোলাম রাব্বানীর লেখা ও মুরাদ নুরের সুরে গানটির সংগীতায়োজন করছেন মুশফিক লিটু।

নতুন এ অভিজ্ঞতা প্রসঙ্গে ন্যানসি বলেন, ‌‘শুরু থেকেই আমি ভয়ে ছিলাম ফোক গান আমাকে দিয়ে হবে কিনা। কয়েকবার ভেবেছিলাম গানটা না করি। কী জানি কী হয়! গাওয়ার পর মনে হলো, যতটা ভয় পেয়েছিলাম তার চেয়ে ভালো হয়েছে। আমার শ্রোতাদের জন্য এটি নতুন চমক হবে।’

গীতিকবি গোলাম রাব্বানীর মন্তব্য, ‘হঠাৎ করে একটা মানুষের যদি কথা বন্ধ হয়ে যায়, হাসি বন্ধ হয়ে যায়, তখন যে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয়, সেই অনুভূতিই মূলত এই গানে পাওয়া যাবে।’

অন্যদিকে সংগীত পরিচালক মুশফিক লিটু বলেছেন, ‘অনেক দিন পর একটা নতুন ধরনের গান করলাম। এটা ঠিক রোমান্টিক বা বিরহের গানও না। কখনও কখনও মনে হতে পারে দুটোই। মজাটা এখানেই।’

শিগগিরই এই গানের একটি চিত্র নির্মাণ করা হবে বলে জানালেন সংশ্লিষ্টর। এরপর এটি আসবে প্রকাশ্যে।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD