বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৫:৫৬ পূর্বাহ্ন




ফারুকীর নতুন সিরিজে যা থাকছে

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ১১:৫৩ am
Mostofa Sarwar Farooki film director producer মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র পরিচালক farooki ফারুকী
file pic

বাংলা নাটকে হাস্যরসের মাধ্যমে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনে নতুন একটি ধারা জনপ্রিয় করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। তার নির্মিত ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায়ও এই ছোঁয়া ছিলো। এরপর আরও কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন, প্রশংসাও পেয়েছেন। কিন্তু দর্শকের আক্ষেপ, ফারুকীর কাছ থেকে কি সেই চেনা ঢঙে, সার্কাজমে ভরা নাটক বা ধারাবাহিক আর পাওয়া যাবে না!

সেই আক্ষেপ এবার ঘুচে যাবে। কারণ নতুন একটি প্রজেক্টে হাত দিয়েছেন ফারুকী। যেটি তার দর্শকনন্দিত ধারাবাহিক নাটক ‘৪২০’র ধাঁচে নির্মিত হবে। এর ইঙ্গিত অবশ্য অনেক দিন আগেই দিয়েছেন। তবে সম্প্রতি বাংলা ট্রিবিউনের নিয়মিত সেলিব্রেটি শো ‘মামানামা-আউট অব দ্য বক্স’-এ যুক্ত হয়ে জানালেন, কাজটি গুছিয়ে নিচ্ছেন তিনি।

ফারুকী বলেন, “একটা সিরিজের কাজ চলছে। ‘৪২০’র পর হিউমার ঘরানার কোনও সিরিজ করিনি। এটা ‘৪২০’র সিক্যুয়েল হবে কিনা আমি জানি না কিংবা এর ভাবের মতো হবে কিনা। কিন্তু আমি একটা সিরিজ নির্মাণ করছি, যেটাতে ‘৪২০’র মতো দুষ্টুমি থাকবে।”

এদিকে গত শুক্রবার (১৭ মার্চ) মধ্যরাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফারুকী একটি ওয়েব সিরিজের ঘোষণা দিলেন। যেটার নাম ‘সলিড গোল্ড’। তার ঘোষণাবার্তাটি এরকম, ‘‘সলিড গোল্ড’ নামে একটা ওয়েব সিরিজ করতে চাই। দুবাই এয়ারপোর্টে বসে বসে ফ্যাসিনেটিং সব রিপোর্ট পড়তে পড়তে এই আমার সিদ্ধান্ত!’’

ধারণা করা হচ্ছে, এই ‘সলিড গোল্ড’ই ফারুকীর সেই হিউমার ঘরানার সিরিজ। যদিও নির্মাতা এখনও স্পষ্টভাবে কিছু জানাননি। তাই আপাতত দর্শকের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

বলা প্রয়োজন, গেলো কয়েক বছরে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ওয়েব সিরিজ নির্মাণ বেড়েছে। যদিও দর্শককে তুষ্ট করে আলোচনায় আসতে পেরেছে হাতেগোনা কয়েকটি কাজ। ফারুকীও একটি ওয়েব সিরিজ ইতোমধ্যে উপহার দিয়েছেন। ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নামের সেই সিরিজ দর্শকের প্রশংসা পেয়েছিলো।

এদিকে গত ১০ মার্চ এই নির্মাতার নতুন সিনেমা ‘শনিবার বিকেল’ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে। তবে দেশে এখনও সেন্সর ছাড়পত্র পায়নি। এ নিয়ে জল অনেকদূর গড়ালেও এখনও কাঙ্ক্ষিত সিদ্ধান্ত আসেনি।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD